কমিটিতে মূল্যায়ন না হওয়ায় ছাত্রদল নেতা জুনাইদদের আবেগ ও ক্ষোভ প্রকাশ করে স্ট্যাটাস

মোঃজুবাইরুল ইসলাম, চকরিয়া
 ছবি:
ছবি:

চকরিয়া উপজেলার সদ্যগঠিত নতুন কমিটিতে  মূল্যায়ন না হওয়ায় ফ্যাসিস্ট হাসিনা সরকার বিরোধী আন্দোলনে শহীদ হওয়া মঞ্জুর আলমের সন্তান ছাত্রদল নেতা জুনাইদের আবেগ ও ক্ষোভ প্রকাশ করে স্ট্যাটাস।"

মূলত ছাত্রনেতা মোহাম্মদ জুনাইদ চকরিয়া উপজেলার আওতাধীন কৈয়ারবিল ইউনিয়ন ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটিতে তাকে সঠিক মূল্যায়ন না করায় সে উক্ত আবেগ ও ক্ষোভ প্রকাশ করেন বলে জানা যায়।

নিম্নে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক দেয়া তার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-


যে কাগজের মুদ্রার বিনিময়ে কমিটি দিলেন সেই কাগজের মুদ্রা কি আমার শহীদ বাবার রক্তের চেয়েও মূল্যবান!


আমার প্রতি বারবার অবিচার করা হচ্ছে, আমাকে অমূল্যায়ন করা হয়েছে, আমার শহীদ পিতার আত্মাও শান্তি পাবে না। আপনারা টাকার বিনিময়ে কমিটি দিচ্ছেন, আমি মূল্যায়ন হওয়ার জন্য টাকা কয় পাবো, আমার তো বাবা নেই।  আমার বাবা এই দেশ ও দলের জন্য জীবন উৎসর্গ করেছে, বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হয়েছে। 

আমার রাজনৈতিক বৃত্তান্ত উপস্থাপন করলাম, এছাড়াও আমি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শহীদ এক পিতার সন্তান, আমার বাবা এই দেশ এবং দলের জন্য জীবন দিয়েছেন। আমি নিজেও ছাত্রদলের তৃণমূল পর্যায় হতে উঠে আসা একজন শহীদ জিয়ার আদর্শের সৈনিক।


তিনি আরও বলেন,পরপর দুইবার ইউনিয়ন ছাত্রদলের প্রার্থী হওয়ার পরও মূল্যায়িত হতে পারলাম না, কোন্দল তদবির ও টাকার কাছে বারবার হেরে গেলাম। যে কমিটি ঘোষণা করা হয়েছে সে কমিটিতে আমার চেয়েও যাদের বেশি মূল্যায়ন করা হয়েছে তাদের অতীত রাজনৈতিক পরিচয় কার কি উপস্থাপন করা হোক, বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে কার কি ভূমিকা ও কার কি ত্যাগ তিতিক্ষা তা উপস্থাপন করা হোক, তাদের চেয়েও আমি কোন দিক দিয়ে অযোগ্য সেটি প্রমাণ করা হোক।এভাবে স্বজনপ্রীতির মাধ্যমে ধ্বংস করে দিচ্ছে প্রান প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত