নাইক্ষ্যংছড়িতে বৈদ্যুতিক তারে জড়িয়ে ৪ বছরের শিশুর মৃত্যু

জাহাঙ্গীল আলম কাজল, নাইক্ষংছড়ি
 ছবি:
ছবি:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাড়ে চার বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

সোমবার (২০ অক্টোবর) বিকেল ৫টার দিকে বাইশারী ইউনিয়নের ৭নং ওয়ার্ড মধ্যম বাইশারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম ছৈয়দ হোছেন রাহিম (৪)। সে মধ্যম বাইশারী এলাকার আকতারুর জ্জামানের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে নিজ বাড়িতে খেলার এক পর্যায়ে অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়ে শিশুটি। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) সতেজ বড়ুয়া বলেন, ঘটনাটি শুনেছি। এটি একটি দুর্ঘটনা। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নাই।

এ ঘটনায় পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। শিশুটির অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং সহানুভূতি প্রকাশ করছেন প্রতিবেশী ও স্বজনরা।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত