নাইক্ষ্যংছড়ি সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি সেলিম গ্রেফতার

জাহাঙ্গীল আলম কাজল, নাইক্ষংছড়ি
 ছবি:
ছবি:

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন কলেজ ছাত্রলীগ শাখা সভাপতি  এন সেলিমকে  গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর ৩ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ বিছামারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো: সেলিম (২৭) উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ বিছামারা গ্রামের অজি উল্লাহ,র ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার দুপুর ৩ টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর  ইউনিয়নের দক্ষিণ বিছামারা এলাকার  জাহাঙ্গীরের দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়। নাইক্ষ্যংছড়িতে বিস্ফোরক ঘটনায় করা মামলার এজাহার নামীয় আসামী সেলিম। 

বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মাসরুরুল হক।

তিনি বলেন, গ্রেফতারকৃত মো: সেলিম  নিষিদ্ধ ছাত্রলীগ সংগঠনে কলেজ শাখার সভাপতি। তার বিরুদ্ধে মামলা রয়েছে। তাকে সংশ্লিষ্ট মামলা প্রক্রিয়া সম্পন্ন করে বান্দরবান কারাগারে প্রেরণ করা হবে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত