নাইক্ষ্যংছড়ি সীমান্তে বাংলা মদসহ ৩ রোহিঙ্গা যুবক আটক, অটোরিকশা জব্দ

জাহাঙ্গীল আলম কাজল, নাইক্ষংছড়ি
 ছবি:
ছবি:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর বিশেষ অভিযানে তিন রোহিঙ্গা যুবককে ১৭ লিটার বাংলা মদ ও একটি অটোরিকশাসহ আটক করেছে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে রেজুপাড়া বিওপি’র টহলদল সীমান্ত পিলার–৪১/১ এস হতে প্রায় ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে আমবাগান নামক স্থানে এই অভিযান পরিচালনা করে।

আটক তিনজনই কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা (এফডিএমএন)। তারা হলেন নূর মোহাম্মদ (১৮), পিতা মো. সোবহান, ব্লক-ই, রেজিস্ট্রেশন ক্যাম্প, সেট-২৯, কুতুপালং। নূরুল আবছার (১৮), পিতা মৃত জিয়াউল হক, ব্লক-ই, রেজিস্ট্রেশন ক্যাম্প, সেট-১৭, কুতুপালং। আক্তার ফারুক (১৮), পিতা শামসুল আলম, ক্যাম্প-২ ইস্ট, কুতুপালং।
অভিযানে তাদের কাছ থেকে ১৭ লিটার বাংলা মদ এবং একটি অটোরিকশা জব্দ করা হয়।

জব্দকৃত সামগ্রীর আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২৫ হাজার ১০০ টাকা বলে জানায় বিজিবি।

৩৪ বিজিবি’র প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে রেজুপাড়া বিওপি’র টহলদল সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে ৩ জন রোহিঙ্গা যুবককে মাদকসহ আটক করতে সক্ষম হয়।

তাদের কাছ থেকে ১৭ লিটার বাংলা মদ ও একটি অটোরিকশা উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে ৩৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি বলেন, সীমান্ত এলাকায় মাদক ও অবৈধ কার্যক্রম দমনে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নজরদারি আরও জোরদার করা হয়েছে। আমাদের লক্ষ্য সীমান্তকে মাদকমুক্ত রাখা।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোহিঙ্গা ক্যাম্প ঘেঁষা উখিয়ার বিভিন্ন গ্রামে সাম্প্রতিক সময়ে বাংলা মদ ও ইয়াবা পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে।তবে বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত তৎপরতায় মাদককারবারিরা চাপে রয়েছে। সীমান্তে বিজিবি'র এই অভিযানকে এলাকাবাসী স্বাগত জানিয়েছে।

তারা মনে করেন, বিজিবির টহল ও অভিযান অব্যাহত থাকলে সীমান্তবর্তী অঞ্চলে মাদক ও অবৈধ কার্যক্রম অনেকাংশে হ্রাস পাবে।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত