বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে বান্দরবান এর সকল উপজেলা, থানা ও পৌরসভা কৃষক দলের নেতৃবৃন্দের সাথে জেলার নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৮'ই অক্টোবর (শনিবার) সকাল ১১ঘটিকার সময় হোটেল গ্রান্ড ভ্যালীতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা কৃষক দলের সভাপতি ইয়াছিনুল হক চৌধুরী রিপন,সাধারণ সম্পাদক মনির হোসেন ভুইঁয়া ও সাংগঠনিক সম্পাদক অহিদুর রহমান চৌধুরী মেহেদী।
উপস্থিত ছিলেন বান্দরবান জেলার আওতাধীন ৭টি উপজেলা,২টি পৌরসভা ও ১টি সাংগঠনিক থানার সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় উপজেলা,পৌরসভা ও সাংগঠনিক থানার পক্ষ থেকে নেতারা তাদের স্বস্ব অবস্থান থেকে সাংগঠনিক কার্যক্রমগুলো তুলে ধরেন।পাশাপাশি তারা বান্দরবান জেলার সিনিয়র নেতৃবৃন্দের প্রশংসা করে বলেন,বিগত সময়ে বান্দরবান জেলায় কৃষক দলের সাংগঠনিক কার্যক্রম লক্ষ করা না গেলেও এখন প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে গিয়েছে কৃষক দলের সাংগঠনিক বার্তা।
জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মনির হোসেন ভুইঁয়া সকল নেতৃবৃন্দের উদ্যেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন এবং সকলকে অনলাইনে একটিভ হওয়ারও আহ্বান করেন।
সমাপনী বক্তব্যে জেলা কৃষক দলের সভাপতি ইয়াছিনুল হক চৌধুরী রিপন বলেন,আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানকে বান্দরবান ৩০০নং আসনটি তুলে দেওয়ার জন্য বান্দরবান কৃষক দলের ভূমিকা হবে উল্লেখযোগ্য। আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করব,জেলার প্রত্যন্ত অঞ্চলে কৃষক দলকে পৌঁছে দিতে হবে। আপনারা সকলে খুব শীঘ্রই সব কমিটি গঠন এর কাজ সম্পন্ন করবেন তা আমরা আশা করছি। উপস্থিত সকলকে ধন্যবাদ।