ছাত্র-জনতার গণআন্দোলনের মাধ্যমে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কাউকে দলে নিতে রাজি নন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে তিনি স্পষ্ট করে বলেন, ‘ভালো মানুষ’ হলে তারা বিবেচনায় আসতে পারেন।
বুধবার (১৮ জুন) ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য নবায়ন কার্যক্রমের অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এ সময় বিএনপি মহাসচিব সদস্য সংগ্রহ ও বিরোধী দলগুলোর ঐক্য প্রসঙ্গেও কথা বলেন।
তিনি বলেন, ‘সমমনা দলগুলোর মধ্যে মতপার্থক্যের কারণে আওয়ামী লীগের নানা অপরাধ ও অপকর্ম চোখ এড়িয়ে যাচ্ছে। এ সুযোগে স্বৈরশাসনের সহযোগীরা আবার সক্রিয় হতে পারে। আমরা আওয়ামী লীগকে নেব না, কিন্তু যারা সত্যিকারের ভালো মানুষ, তাদেরও বাদ দেব না।’
মির্জা ফখরুল আরও জানান, ড. ইউনূস ও তারেক রহমানের মধ্যে হওয়া বৈঠকে নির্বাচনকালীন সময় নির্ধারণ করা হলেও তা সবার পছন্দ হয়নি। ফলে, ঐকমত্য কমিশনের মঙ্গলবারের বৈঠকে একটি দল অংশ নেয়নি। তবে তিনি মনে করেন, ড. ইউনূস-তারেক বৈঠক দেশকে রাজনৈতিক সঙ্কট থেকে বের করে আনতে ইতিবাচক ভূমিকা রেখেছে।
বিএনপি মহাসচিব বলেন, ‘বিএনপির লক্ষ্য—জনগণের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়া, আইনের শাসন প্রতিষ্ঠা করা। এ জন্য সবাইকে আরও সচেতন ও সক্রিয় থাকতে হবে।’