বান্দরবানে ১৩ প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলার অনুমোদন

নিজস্ব প্রতিবেদক
 ছবি:
ছবি:

বিদ্যালয়ে অনুপস্থিতি, অনিয়মিত ও বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে বান্দরবানের আলীকদম উপজেলার ১৩ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলার অনুমোদন দিয়েছে বান্দরবান জেলা পরিষদ। মূলত বান্দরবান জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আবেদনের ভিত্তিতে এই বিভাগীয় মামলার অনুমোদন দেওয়া হয়।

মামলায় অভিযুক্ত শিক্ষকগুলো হলো আলীকদম উপজেলার রেংপু হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক, সহকারী শিক্ষক হারুন আর রশিদ, নার্গিস তামান্না, হাবেকুন্নার, মোতাহার বেগম,

রাইতুমনি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্বাছ উদ্দিন, রিয়াজুল জান্নাত, মোঃ জাবেদ,

মেনকেউ মেনক পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) রাজীব স্রো, সহকারী শিক্ষক তাসলিমা আক্তার, কোহিনুর আক্তার, বদিউর রহমান রুস্তম এবং রোমেন দাশ।

আলীকদম উপজেলা শিক্ষা অফিসার মো: কামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০২৪ সালে বিদ্যালয়ে অনুপস্থিতি, অনিয়মিত এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে তাদের বিরুদ্ধে তদন্ত হয় পরে জেলা প্রাথমিক শিক্ষা অফিস তদন্তে সত্যতা পেয়ে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলার আবেদন করে।

বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান থানজামা লুসাই বলেন, বান্দরবান জেলা প্রাথমিক শিক্ষা অফিস তাদের বিষয়ে তদন্ত করে স্কুলে অনুপস্থিতিসহ বিভিন্ন অনিয়ম খুঁজে পায়। পরে জেলা পরিষদে বিভাগীয় মামলার আবেদন করলে আমরা অনুমোদন করি।

 

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত